উপজেলা চট্টগ্রাম

ফটিকছড়িতে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

 

ফটিকছড়ি প্রতিনিধি,
চট্টগ্রামের ফটিকছড়িতে ​পৈত্রিক বসতভিটা জবরদখল চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। ২৬ মে বুধবার বিকালে উপজেলার নাজিরহাট পৌরসভা ১ নং ওয়ার্ডের পশ্চিম সুয়াবিল মিয়াজি পাড়ায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য নাছির উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ৬ মাস পূর্বে আমাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়া মৌরশি সূত্রে প্রাপ্ত বসতঘরটির অর্ধেকের বেশী ভেঙে নতুন দালান নির্মাণ কাজ শুরু করে পার্শবর্তী মূসা গং। কোনো রকম পরিমাপ ছাড়া আমাদের সম্পত্তি জবর দখলের পাশাপাশি দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে ভবন নির্মাণ করায় বিষয়টি আমরা পৌর মেয়রকে জানাই। এ নিয়ে সামাজিকভাবে বেশ কয়েক দফা বৈঠক হলেও মূসা গং তা নানা অজুহাত দেখিয়ে বানচাল করে দেয়। একইসাথে জোরপূর্বক ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখে। পরবর্তীতে তাদের সাথে কোনো রকম সংঘাতে না গিয়ে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ভবন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করলে মূসা গং- আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়। এমনকি কোর্ট চত্বরেও আমাদের হুমকি-ধমকি দেয়। এছাড়াও বাড়িঘরে মহিলা ও শিশুদের অশালীন ভাষায় গালিগালাজ করে যাচ্ছে মূসা গং। এমতাবস্থায় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের সব নির্যাতন সহ্য করে আসছি।

তিনি আরো বলেন, গত ২৫ এপ্রিল মূসা গং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের চলাচলের পথটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়ার চেষ্টা করে। আমরা এর প্রতিবাদ করতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আমাদের উপর হামলা চালায়। এ সময় তাদের পরিবারের সায়েম নামে এক ছেলের হাতে একটি অত্যাধুনিক অস্ত্র দেখা গিয়েছিল। যার আঘাতে আমার ছোটভাই জামালের মাথা ফেটে যায়। এদিন তাদের অতর্কিত হামলায় আমার বৃদ্ধা মা সহ পরিবারের আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় আমরা ভূজপুর থানায় মামলা করতে গেলে সেখানে দায়িত্বরত অফিসার একটি ফোন পেয়ে আমাদেরকে আটক করে এবং মূসা গং-এর মিথ্যা বানোয়াট মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে। পরবর্তীতে আমাদের আত্মীয়-স্বজনরা থানায় মামলা করতে গেলে তখনও মামলা নিতে অপারগতা প্রকাশ করে থানা পুলিশ।

নাসির উদ্দিন আরও বলেন, মূসার বড় ভাই মুহাম্মদ ইসমাইল একজন বীর মুক্তিযোদ্ধা। ভাইয়ের মুক্তিযোদ্ধা পরিচয় কাজে লাগিয়ে সামাজিভাবে এবং মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে মূসা গং। এদিকে ঘটনাটি দুই পরিবারের মধ্যে হলেও এখানে রাজনৈতিক পরিচয় টেনে আনার মাধ্যমে আমাদেরকে ঘায়েল করার অপচেষ্টা করছে তারা। প্রকৃতপক্ষে আমি এবং আমার পরিবারের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমরা এসবের তীব্র নিন্দা জানাচ্ছি। একইসাথে প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু বিচার কামনা করছি।

সংবাদ সম্মেলনে বৃদ্ধা মোমেনা বেগম, জামাল উদ্দিনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বলেন- নাসির গং সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ করেছে তা ভিত্তিহীন। জায়গা-জমির বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আদালতে যে রায় দিবে তা আমরা মেনে নিব।

ক্যাপশন.ফটিকছড়িত মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য নাছির উদ্দিন।

Related Posts