উপজেলা চট্টগ্রাম

আনোয়ারায় মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় আগামী ২৯ মে শুর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট।

আনোয়ারা সরকারি উচ্চ বিদালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনা এবং আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ বলেন, আনোয়ারার ১১ টি ইউনিয়ন নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যাতে অংশগ্রহণ করবে অনুর্ধ্ব ১৭ বছরের খেলোয়াড়েরা। ২৯ শে মে দুপুর ২ টায় খেলার উদ্ভোধন হবে। ঐ দিন চারটি এবং ৩০ মে ৪টি কোয়ার্টার ফাইনাল, ৩১ মে দুটি সেমিফাইনাল আর ১ লা জুন হবে ফাইনাল ম্যাচ।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার ভূমি তানভীর হাসান চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম কাইয়ুম শাহ, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, সাধারন সম্পাদক জাহেদুল হক, চ্যানেল এস প্রতিনিধি রুপন দত্ত সহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts