রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও বৈদ্যুতিক পাখা প্রদান করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান ও নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান, শিল্পপতি আনিসুজ্জামান চৌধুরী রণি।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন আনিসুজ্জামান চৌধুরী রণির একান্ত সচিব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।
এসময় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ জানান, মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ছোট ভাই, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ইসি চেয়ারম্যান,নাভানা ফার্মাসিউটিক্যালস লিঃ এর চেয়ারম্যান, শিল্পপতি আলহাজ্ব আনিসুজ্জামান চৌধুরী রণি’র ব্যাক্তিগত তহবিল থেকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ টি অক্সিজেন সিলিন্ডার ও ৬টি বৈদ্যুতিক পাখা হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন জানান, করোনা মহামারী ও গরমে বিভিন্ন রোগ ও জ্বরের প্রক্ষোপে অক্সিজেন সিলিন্ডার ও বৈদ্যুতিক পাখা রোগীদের জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। এসব সামগ্রী প্রদান করায় হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।