উপজেলা চট্টগ্রাম

আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান এর বাড়ির মন্দিরপর চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ২

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ধানপুরা এলাকার উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে রাতের আঁধারে মন্দিরে চুরির ঘটনায় চুরিকৃত কিছু মালামাল উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ। সেই সাথে আটক করা হয়েছে দুজনকে। আনোয়ারা থানার ওসি তদন্ত সৈয়দ ওমর বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃণাল কান্তি ধরের বাড়িতে গত ২৬ মে এই চুরির ঘটনা ঘটে।
উপজেলা ভাইস চেয়ারম্যান মৃনাল কান্তি ধরের অভিযোগের পরিপেক্কিতে থানা পুলিশ আজ অভিযান চালিয়ে চুরি হওয়া কিছু মালামালসহ এ দুজনকে গ্রেফতার করে।
আসামীরা হলেন শিলাইগড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ হাসান(৩৫) ও শোলকাটা গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মনির(২২)। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি পিতলের কলসি, ১ টি পিতলের সরাই,১ টি কালো রং এর শিবলিঙ্গ, ১ টি পিতলের কাসা,১ টি পিতলের ঘন্টা, ১ টি পিতলের দুর্গা মূর্তি, ১ টি পিতলের বড় কোসা ও ১ টি পিতলের ছোট কুসি।
উদ্ধারকৃত মালামাল সনাক্ত করেছে অভিযোগকারী মৃনাল কান্তি ধর।
আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আনোয়ারা থানা পুলিশ।

Related Posts