উপজেলা চট্টগ্রাম

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

 

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

অজ্ঞাত গাড়ির ধাক্কায় চট্টগ্রামের আনোয়ারায় মো. দুলাল (৩০) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তারা হলেন- মো. রিয়াদ (৩০), হোমায়ুন কবির (৩২) ও হযরত আলী (৪৫)।

আজ সোমবার (৩১ মে) ভোর ৫টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. দুলাল মাদারিপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের বাসিন্দা আবদুস সাত্তারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আনোয়ারা উপজেলা থেকে সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনে স্থানীয়রা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি।

Related Posts