উপজেলা খেলা চট্টগ্রাম ফুটবল

বঙ্গবন্ধু গোল্ডকাপ: কর্ণফুলীতে চ্যাম্পিয়ন চরলক্ষ্যা একাদশ

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রাম কর্ণফুলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) এর ফাইনাল ম্যাচে শিকলবাহা ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে চরলক্ষ্যা ফুটবল একাদশ।

উপজেলা প্রশাসনের আয়োজনে কর্ণফুলী ক্রীড়া সংস্থার পরিচালনায় সোমবার (৩১ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মিডিয়া কমিটির সমন্বয়ক মোঃ নুরুল হক চৌধুরীর সঞ্চলনায় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা,জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব চৌধুরী, উপজেলা আঃ লীগ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শাহ আলম, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সেক্রেটারী এম.মহিউদ্দিন মুরাদ, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, কর্ণফুলী উপজেলা একাদশের টীম ম্যানেজার সাইফুদ্দিন মানিক, বাছাই কমিটি’র শেখ মুহাম্মদ, ফরিদ, ফরহাদ, মিডিয়া কমিটির সদস্য মোরশেদ আলম পাপফু, আকরাম হোসেন রানা, গ্রাউন্ড কমিটির সিদ্দিক বাবু, মামুন, আরমান, সোহেল, মবিন, আজিজ সহ প্রমুখ।

ইউএনও শাহিনা সুলতানা বলেন লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া এবং সংস্কৃতি চর্চা অপরিহার্য প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোর এবং তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, তারা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে এবং মনও যথেষ্ট উদার হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

ফাইনাল খেলায় ট্রাইবেকারে শিকলবাহা ফুটবল একাদশকে হারিয়ে চরলক্ষ্যা ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন চরলক্ষ্যা ইউনিয়ন ফুটবল একাদশের গোলকিপার দিদার। ও সেরা গোলদাতার পুরস্কার অর্জন করেন শিকলবাহার আরফাত।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়ের মধ্যে ট্রফি তুলে দেন অতিথিরা।

Related Posts