চট্টগ্রাম

বন্দরটিলায় ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত বৈদ্যুতিক খুটি ও দোকান

 

নিজস্ব প্রতিবেদক

নগরীর বন্দর টিলায় ডাম্প ট্রাকের ধাক্কায় গুড়িয়ে গেছে বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ বিভাগের ৭ লাখ টাকা ও ক্যাবল অপারেটর (ডিস ও নেট) ব্যবসায়ীদের ২ লাখসহ মোট ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনাা ও প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

আজ ১ জুন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইপিজেড থানার বন্দর টিলায় উত্তরা ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে।

বিদ্যুতের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর বিদ্যুৎ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন। এছাড়া ক্যাবল অপারেটরের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইয়েদ।
নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মো.ইলিয়াছ জানান,এটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। প্রাণহানির আশংকাও ছিল।

Related Posts