উপজেলা চট্টগ্রাম

আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হাইলধর ইউনিয়ন

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূনামেন্ট (অনূর্ধ্ব-১৭)’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ জুন) বিকেলে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তানভীর হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আনোয়ারা মোঃ হুমায়ুন কবির, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ , হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন চৌধুরী সহ প্রমুখ।টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার বারশত ইউনিয়ন একাদশ ও হাইলধর ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হাইলধর ইউনিয়ন একাদশ ৩-২ গোলে জয় নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ান হয়ে উপজেলা পর্যায়ে খেলার কৃতিত্ব অর্জন করে।

Related Posts