রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১ লাখ টাকার উপরে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ মে).
গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পাড়ার সেবাখোলা সংলগ্ন রাজন মিত্রের পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ১লাখ টাকার উপরে মাছ মরে ভেসে উঠেছে।
পুকুরের মালিক রাজন মিত্র জানান, আমি এই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছি।
এবার পুকুরে পাঙ্গাস, রুই, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে।
কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
সোমবার রাতে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে।
সকালে এলাকার লোকেরা পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পরে জানা যায় পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ১ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আনোয়ারা সদরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।