উপজেলা চট্টগ্রাম

আনোয়ারার ব্যবসায়ী প্রণব নিখোঁজ নাকি ঋণের দায়ে অন্তর্ধান  ?

আনোয়

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কালীবাজারের প্রণব কান্তি নাথ(৪২) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ প্রণব কান্তি নাথ উপজেলার দক্ষিণ বারশত গ্রামের মৃত ক্ষেত্র মোহন নাথের পুত্র।

তিনি দির্ঘদিন যাবৎ স্হানীয় কালীবাজরে পাইকারী ও খুচরা মুদি ব্যবসা করে আসছিল।

প্রণবের স্ত্রী সঞ্জু বালা দেবী জানান, তাঁর স্বামী গত ৩০মে শুক্রবার দুপুর ২টার দিকে স্হানীয় সিএনজি অটোরিক্সাচালক মো.মিজানকে সাথে নিয়ে উপজেলার কয়েকটি এলাকায় কিছু খুচরা ব্যবসায়ীর সাথে দেখা করতে বের হন।

গভীর রাত অবধি বাড়িতে না ফেরায় তার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হলে কালীবাজারে খোঁজ নিয়ে জানত পারেন সেই দুপুরে দোকান বন্ধ করে যাওয়ার পর আর দোকান খোলেনি।

সারারাত পরিবারের সবাই উদ্বেগ উৎকন্ঠায় অতিবাহিত করে পরদিন সকালে খোঁজ নিয়ে ড্রাইভার মিজানের সাথে কথা বলে জানতে পারি প্রণবের দোকান হতে মালামাল এনে বিক্রি করে এমন কয়েকজন খুচরা ব্যবসায়ীর সাথে দেখা সাক্ষাৎ করেন প্রণব, এবং সেদিন রাত আনুমানিক আটটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী ওয়ান মাবিয়া সেন্টারের সামনে এসে ভাড়া চুকিয়ে বিদায় করেন মিজানকে। অন্য গাড়ীতে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হন।

প্রণবের স্ত্রী আরও জানান শনিবার(৩১মে)থেকে সকল আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোথাও তার অবস্হানের ব্যাপারে নিশ্চিত হতে না পারায় মঙ্গলবার(২জুন)সন্ধ্যায় আনোয়ারা থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন, যার নম্বর আনোঃ থাঃ সাঃ ডায়েরি নং-৭০,তারিখ-০২/০৬/২০২১।

এ দিকে প্রণবের নিখোঁজ হওয়ার ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়লে চট্টগ্রাম শহরের চাক্তাই এলাকার ব্যবসায়ী ও স্হানীয় কয়েকজন পাওনাদার মঙ্গলবার বিকেলে কালীবাজারে এসে জড়ো হয়ে হা হুতাশ করার খরর পাওয়া গেছে, এসব ব্যবসায়ী ও স্হানীয় পাওনাদারেরা প্রণবের কাছে বিপুল পরিমান টাকা পাওনা রয়েছেন বলে জানান কালীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জাফর আহমদ।

প্রণব কান্তি নাথ নিখোঁজ নাকি বিশাল অংকের দেনা নিয়ে উধাও? এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।

এ বিষয়ে আনোয়ারা থানার কর্তব্যরত অফিসার ইয়াউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বারশতের ব্যবসায়ী প্রণব নাথের স্ত্রী বাদী হয়ে গত ৪দিন ধরে তাঁর স্বামী নিখোঁজ রয়েছেন মর্মে একটি নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ তাঁর অবস্হান সম্পর্কে নিশ্চিত হতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Posts