আন্তর্জাতিক আরব আমিরাত

আমিরাতে কাজ দেয়ার নামে এনে কষ্ট দিলে কঠোর ব্যবস্থাঃ রাষ্ট্রদূতের হুশিয়ারী 

 

নাছির তালুকদার,আমিরাত প্রতিনিধিঃ
আমিরাতের ভিজিট ভিসা ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী দিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তিনি বলেছেন,কাজ দেয়ার নামে ভিজিটে লোক এনে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাজ দেয়ার কথা বলে এনে কাউকে কষ্ট দেয়া মেনে নেয়া হবে না। কারও প্রতারণার শিকার হয়ে বাসস্থান কিংবা খাদ্যের অভাবে ভিজিটররা অসহায়ত্ব প্রকাশ করুক সেটা অপ্রত্যাশিত।শুক্রবার (৪ জুন) দুবাইয়ের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, যদি এখন পর্যন্ত কাউকে কাজ দিতে না পারেন দ্রুত কাজের ব্যবস্থা করেন। কাজ দেয়া সম্ভব না হলে সসম্মানে দেশে পাঠিয়ে দিন। আমাদের কাছে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যারা লোক আনছেন এবং যেসব ট্রাভেল থেকে ভিসা ইস্যু করা হচ্ছে তাদের সবার লিস্ট দূতাবাসে রয়েছে। সেখান থেকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া সহজ।

উল্লেখ্য, সম্প্রতি দেশ থেকে লক্ষাধিক যুবক আমিরাতে ভিজিটে এসেছেন। তাদের মধ্যে অনেকেই প্রতারণার শিকার হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি দূতাবাস ও দুবাই কনস্যুলেটের দারস্থ হচ্ছেন। কাজ দেয়ার কথা বলে কিংবা লোভনীয় অফার দিয়ে একশ্রেণির বাংলাদেশি প্রতারক নবাগত প্রবাসীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যায়।
 

Related Posts