উপজেলা চট্টগ্রাম

ফটিকছড়িতে বজ্রপাতের বিকট শব্দে হার্ট এটাকে ব্যবসায়ীর মৃত্যু

 

মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি,
এবার চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় বজ্রপাতের বিকট শব্দে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম শফি সওদাগর (৫৫)। ৬ জুন রবিবার দুপুরে পৌরসভার ৫ নং ওয়ার্ডের এবিসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফি ওই এলাকার আব্দুল হামিদ সর্দার বাড়ীর মৃত আব্দুল আজিজের পুত্র।
জানা গেছে, নাজিরহাট পৌরসভার এবিসি স্কুল সংলগ্নে শফি সওদাগরের একটি চায়ের দোকান রয়েছে। রবিবার দুপুরে প্রাইমারী স্কুলের সামনের পুকুরে গোসল সেরে তিনি দোকানে ফিরছিলেন।
এ সময় হাঠৎ বিকট শব্দে বজ্রপাত হলে দৌড়ে পাশ^বর্তী একটি দোকানে আশ্রয় নেন শফি। পরে বুকে ব্যথা শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে অবস্থার বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামের মেড়িকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রামে নেয়ার পথে হাটহাজারী এলাকায় তার মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর আবুল মনছুর।
উল্লেখ্য,রবিবার সকাল ৯টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউপির মানিকপুর গ্রামের ডলু পাড়ায় মাঠে কৃষি কাজ করতে গিয়ে ব্রজপাতে নিহত হলেন বানুশ্বর দাশের স্ত্রী লাকি দাশ (৩৮) ও মৃত যুগেন্দ্র শীলের স্ত্রী ভানু শীল (৪০)। আহত হলেন, মনতোশ দাশের স্ত্রী মালতী রানী দাশ(৫০) ও ভুবন দে’র স্ত্রী শোভা রানী দে (৪৫)।

 

Related Posts