উপজেলা চট্টগ্রাম

ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে রাউজান আদ্যাপীঠে বৃক্ষ রোপন কর্মসূচী

ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে
রাউজান আদ্যাপীঠে বৃক্ষ রোপন কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার ৭৫বর্ষ উদযাপনকে সামনে রেখে ভারতীয় হাইকমিশন বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করছে। ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের উদ্দ্যোগে গত (৪ঠা জুন) শুক্রবার বিকাল ৫টায় শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রাউজানে ফলদ গাছের চারা রোপন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী সু-স্বাদু লিচু চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক কাম ট্রাষ্টি ও জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, মন্দিরের পুরোহিত শ্রী তপন চক্রবর্তী, পরিচালনা পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ শুভনুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবস উপলক্ষে বিশ পরিবেশ দিবস ২০১৯ও রাউজান আদ্যাপীঠে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্দ্যোগে বৃক্ষরোপন করা হয়। ভারতীয় হাইকমিশনের এ-ধরণের কর্মসূচীতে শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের নাম গুরুত্ব সহকারে বিবেচনা এবং কর্মসূচীতে অংশগ্রহনের সুযোগ দেয়ায় ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামকে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক কাম ট্রাষ্টি শ্যামল কুমার পালিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Related Posts