নাছির তালুকদার,আমিরাত প্রতিনিধিঃ
বাংলাদেশ দুতাবাস আবুধাবীর উদোগে “বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভুমিকা” শীষক আলোচনা সভা
রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সভাপতিত্বে ও দুতাবাস এর কাউন্সিলার লুৎফুন নাহার নাজিম এর পরিচালনায় অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর,
বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল
শেখ যায়িদ বিশ্ববিদ্যালয় প্রফেসার হাবিবুল খন্দকার ,বাংলাদেশ সমিতি ইউ এ ই সভাপতি
প্রকৌশলী মোয়াজেজম হোসেন, আলআইন বিশ্ববিদ্যালয় এর প্রফেসর আহমেদ খন্দকার রেজা, শেখ খলিফা বিন যায়িদ বাংলাদেশ ও কলেজ এর অধ্যক্ষ মীর আনিসুল হাসান ,বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু,আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর তথ্য ও গবেষনা সম্পাদক আয়ুব খান.আশীষ বডুয়া ,আবুধাবী যুবলীগ এর সাধারন সম্পাদক মাহাবুব খন্দকার সহ প্রমুখ।