মো.এমরান হোসেন,ফটিকছড়ি
ফটিকছড়ির নারায়নহাট ইউনিয়ন এলাকার বাসিন্ধা জাফর ইমাম এর শিশু সন্তান মাহিরা (৫) রামগড়ে পুকুরে পানিতে পড়ে মৃত্যু হয়েছে। এসময় জুবায়ের (৪)নামে আরেক শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার ( ১০ জুন) বিকেল ৪ টার দিকে রামগড় পৌরসভার ৮ নং ওর্য়াড়ের সুনাইপুল ডা.তৈয়ব এর বাড়িতে এ ঘটনা ঘটে । নিহত শিশু জুবায়ের ওই এলাকার জনৈক আবু তাহের এর পুত্র।
নিহতদের স্বজনরা জানান, গত কয়েকদিন আগে ফটিকছড়ির নারায়নহাট এলাকার বাসিন্ধা জাফর ইমাম’র স্ত্রী মাসুদা বেগম তার মামার বাড়ি
রামগড় পৌরসভার ৮ নং ওর্য়াড়ের সুনাইপুল এলাকায় শিশু সন্তান মাহিরাকে সাথে নিয়ে বেড়াতে গিয়েছিল। সেখানে ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে শিশু মাহিরা ও শিশু মো.জুবায়ের খেলছিল । খেলার একপর্যায়ে তারা পুকুরে পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। তাদের না পেয়ে স্বজনরা খুজঁতে থাকে । প্রায় ঘন্টাখানিক পর পানিতে শিশুদ্বয়কে ভাসতে দেখে স্থানীয় ও স্বজনরা উদ্বার করে নিকটতম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।