চট্টগ্রাম

পুকুরে পড়ে ফটিকছড়ির শিশুসহ দুই শিশুর মৃত্যু

মো.এমরান হোসেন,ফটিকছড়ি
ফটিকছড়ির নারায়নহাট ইউনিয়ন এলাকার বাসিন্ধা জাফর ইমাম এর শিশু সন্তান মাহিরা (৫) রামগড়ে পুকুরে পানিতে পড়ে মৃত্যু হয়েছে। এসময় জুবায়ের (৪)নামে আরেক শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার ( ১০ জুন) বিকেল ৪ টার দিকে রামগড় পৌরসভার ৮ নং ওর্য়াড়ের সুনাইপুল ডা.তৈয়ব এর বাড়িতে এ ঘটনা ঘটে । নিহত শিশু জুবায়ের ওই এলাকার জনৈক আবু তাহের এর পুত্র।
নিহতদের স্বজনরা জানান, গত কয়েকদিন আগে ফটিকছড়ির নারায়নহাট এলাকার বাসিন্ধা জাফর ইমাম’র স্ত্রী মাসুদা বেগম তার মামার বাড়ি
রামগড় পৌরসভার ৮ নং ওর্য়াড়ের সুনাইপুল এলাকায় শিশু সন্তান মাহিরাকে সাথে নিয়ে বেড়াতে গিয়েছিল। সেখানে ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে শিশু মাহিরা ও শিশু মো.জুবায়ের খেলছিল । খেলার একপর্যায়ে তারা পুকুরে পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। তাদের না পেয়ে স্বজনরা খুজঁতে থাকে । প্রায় ঘন্টাখানিক পর পানিতে শিশুদ্বয়কে ভাসতে দেখে স্থানীয় ও স্বজনরা উদ্বার করে নিকটতম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Related Posts