অপরাধ জাতীয়

কুষ্টিয়া তিন খুনঃ অনুমতি না নিয়ে খুলনা ছাড়েন এএসআই সৌমেন

সিনিউজ ডেস্ক

কুষ্টিয়ায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় আটক এএসআই সৌমেন কুমার রায় ‘ছুটি না নিয়েই’ কর্মস্থল খুলনার ফুলতলা থানা ত্যাগ করেছিলেন।

রোববার ভোরে এই পুলিশ কর্মকর্তা ফুলতলা থানা থেকে ‘কাউকে কিছু না জানিয়ে’ কুষ্টিয়ায় গিয়েছেন বলে খুলনার পুলিশ সুপার মাহবুব হাসান জানান।

পুলিশের এই এএসআই সৌমেন কুমারের বিরুদ্ধে রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের ম আ রহিম সড়কের (পিটিআই রোড) কাস্টমস মোড়ে এক মার্কেটে প্রকাশ্যে গুলি করে তিনজনকে হত্যার অভিযোগ উঠেছে।

এ হত্যাকাণ্ডের পর সৌমেনকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

আটক এএসআই সৌমেন কুমার রায়ের বাড়ি মাগুরা সদরের আসবা গ্রামে। গত বছরের ডিসেম্বরে খুলনার ফুলতলা থানায় যোগ দেন তিনি।

ফুলতলা থানা পুলিশের বরাত দিয়ে খুলনার পুলিশ সুপার মাহবুব হাসান জানান, শনিবার রাতেও এএসআই সৌমেন ফুলতলা থানায় উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি ছুটি না নিয়ে এবং থানার কাউকে কিছু না জানিয়ে রোববার ভোরে কুষ্টিয়ায় চলে যান।

ছুটি না নিয়েই কর্মস্থল ত্যাগ করা সৌমেন সরকারি অস্ত্র ও গুলি সঙ্গে নিয়ে গিয়েছিলেন কিনা জানতে চাইলে এসপি জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

আটক এএসআই সৌমেনের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। এছাড়া খুলনা জেলা পুলিশ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে বলেন তিনি।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Related Posts