উপজেলা চট্টগ্রাম

আনোয়ারার মাদক কারবারি পারভেজ ইয়াবা সহ সীতাকুণ্ডে গ্রেফতার

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

সীতাকুণ্ডে সাতশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ পারভেজ(৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যে সাড়ে ৬টার সময় উপজেলার পৌরসভাস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে শেখপাড়া এলাকায় রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে এসআই মোঃ আশরাফ ছিদ্দিক এর নেতৃত্বে পুলিশ উক্ত যুবককে আটক করে তার শরীর তল্লাশি করে সাতশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত যুবক মোঃ পারভেজ চট্টগ্রামের আনোয়ারা থানার ৫নং বরুমচড়া ইউনিয়নের ৬ ওয়ার্ডের মোঃ আব্দুল মোনাফের পুত্র।

উদ্ধারকৃত ইয়াবার মুল্য আড়াই লক্ষ টাকা। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, গ্রেফতারকৃত যুবক পারভেজের বিরুদ্ধে আনোয়ারা থানায় একাধিক খুন, ডাকাতি ও মাদকদ্রব্য মামলা রয়েছে। এছাড়া ৩৯৬ ধারার পেনাল কোড মামলা বিচারাধীন রয়েছে।ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) মূলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Posts