চট্টগ্রাম

বায়েজিদ লিংক রোডের উভয় পাশের ৩৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

নিজস্ব প্রতিবেদক
বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডসহ নগরের বিভিন্ন স্থানে পাহাড়ে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ সোমবার (১৪ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। এতে পাহাড়ে অবৈধভাবে নির্মিত ৩৭০টি বাড়ি উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরা হচ্ছে-নির্বাহী ম্যাজিস্ট্রেট এহছান মুরাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামূল হাছান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা জান্নাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্ল্যাহ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম। এ ৬ জন ম্যাজিস্ট্রেট ৩টি দলে ভাগ হয়ে অভিযান পরিচালনা করেন। এছাড়াও পরিবেশ অধিদফতরের পরিচালক নুরুল্লাহ নূরীসহ ৮জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ ও র‌্যাবের ১৫০ সদস্য। প্রতিটি টিমের সঙ্গে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ভূমি উপসহকারী কর্মকর্তা ও সার্ভেয়াররা অভিযানে অংশ নেন। বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, ওয়াসা ও কেজিডিসিএল’র টিম অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, প্রায় ৩শ’ জনবল ও ৩টি স্কেভোটারের সহায়তায় প্রায় ৩’শ জনবল নিয়ে বায়েজিদ লিংক রোডের মহানগর অংশে ১১০টি, সীতাকুন্ড অংশে ৭০টি এবং হাটহাজারী অংশে ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অধিকাংশ স্থাপনা টিনের তৈরি। কিছু সেমিপাকা এবং পাকা সীমানা দেয়াল উচ্ছেদ করা হয়েছে।###

Related Posts