উপজেলা চট্টগ্রাম

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে মা ও শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

আনােয়ারায় মা ও শিশু সুরক্ষা চাই,স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই সংক্রমণ নিয়ন্ত্রণ,নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামুলক কার্যক্রম বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিতএই কর্মশালায় ।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এ সময়ে আনোয়ারা অফিসার ইনচার্জ এস.এম.দিদারুল ইসলাম সিকদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ.কাইয়ুম শাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম বকুল, আজাদ সিকদার বক্তব্য রাখেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এনজিও সংস্থা পায়াকট বাংলাদেশ ও আদ্রিতা ভিজ্যুয়ালের ব্যবস্থাপনায় কর্মশালায় ৩০জন সংশ্লিষ্টরা অংশ নেন।

Related Posts