রুপন দত্ত -আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের মধ্যে বিতরণকৃত ১ম ও ২য় পর্যায়ের নির্মাণাধীন পাকা ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৯ সাখাওয়াত হোসেন। বুধবার চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের পরিদর্শনের অংশ হিসেবে বেলা ১১টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকায় নির্মাণাধীন ৬৫টি ঘর পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম। পরিদর্শনকালে সাখাওয়াত হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করছে। যাদের মাথাগোঁজার ঠাঁই নেই তাদেরকে এসব আশ্রয়ণে পুনর্বাসন করা হচ্ছে।
তিনি আরও জানান আজ (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন ঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় ভুক্তভোগীরা ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় ঘরের নির্মাণকাজের গুণগতমানেও সন্তোষ প্রকাশ করেন তিনি।