মো.এমরান হোসেন,ফটিকছড়িঃ
চট্টগ্রামের ফটিকছড়ির মেয়ে শাহানা হানিফ মুনমুন আমেরিকার নিউইয়ার্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ এ প্রথম বাংলাদেশী মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
২২ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১০হাজার ৪শত ৪৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্ডন ওয়েস্ট পেয়েছেন ৭হাজার ২শত৩৫ ভোট।
শাহানা হানিফ (মুন মুন) নাজিরহাট পৌরসভার মনসুর গোমাস্তার বাড়ির আমেরিকা নিউইয়র্ক প্রবাসী, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্ঠা মোহাম্মদ হানিফের কন্যা।
এদিকে শাহানা হানিফ মুনমুন নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ এর কাউন্সিলর হওয়ার খবর নিজ এলাকা ফটিকছড়িতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ ফেইসবুকে মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন ফটিকছড়ির সর্বস্তরের মানুষ।