উপজেলা চট্টগ্রাম

ফটিকছড়িতে খাদে পড়ে শিশুর মৃত্যু

 

মো.এমরান হোসেন,ফটিকছড়িঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে বিলের খাদের পানিতে পড়ে মঈনুদ্দীন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৩ জুন বিকাল ৫টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ মানিকপুরে খামারপাড়ায় এ ঘটনা ঘটে । নিহত শিশু মঈনুদ্দীন মানিকপুর হাঁছি চৌধুরী পাড়ার জোরদানা বাপের বাড়ির প্রবাসী আবুল কাশেমের বড় পুত্র।
নিহত শিশুর দাদা শফিউল আলম জানান, তার পুত্র বধুসহ নাতী মঈনুদ্দীন ২২ জুন খামারপাড়া তার ফুফু রুহুল আমীনের বাড়ীতে বেড়াতে যায় । পরের দিন ২৩ জুন বিকালে পার্শ্ববর্তী বিলের পানিতে শিশু মঈনুদ্দীন খেলা খেলছিল । খেলার একপর্যায়ে মাটি খুড়ে নেয়া গভীর খাদে পড়ে যায় শিশু মঈনুদ্দীন । সেখানে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে নিকটতম
বেসরকারি আব্দুল মনাএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।

Related Posts