রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলা মহিলা ফুটবল টিম ফাইনালে উঠায় আনোয়ারায় দোয়া মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলার নিলুফার কায়সার ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এম পির মা নিলুফার কায়সার এর কবরে এই দোয়া ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়।
আজ ( ২৩) জুন বুধবার আনোয়ারায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল হক আজিজ ও অন্যান্যরা। পরে উপজেলা ফুটবল টিমের জন্যও দোয়া কামনা করা হয়। তারা যেন আগামীকাল অনুষ্ঠিত ফাইনালে তাদের বিশাল জয়ের ধারাকে অব্যাহত রেখে চ্যাম্পিয়ান হতে পারে। ইউপি সদস্য আজিজুল হক আজিজ বলেন,আমারা আনোয়ারা বাসি আজ গর্বিত হয়েছি এই মহিলা ফুটবল টিমকে নিয়ে। এই মেয়েরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন এর মাধ্যমে একের পর এক বিভিন্ন উপজেলাকে বিশাল ব্যাবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে। আশাকরি ফাইনালেও তারা জয়ের ধারা অব্যাহত রেখে চ্যাম্পিয়ান হবে। আমরা আরো গর্বিত এই জন্য যে, এই টিমের অধিকাংশ খেলোয়াড় আমাদের নিলুফার কায়সার ফুটবল একাডেমির। এই একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ওয়াশিকা আয়েশা খান এর মমতাময়ী মায়ের নামেই এই একাডেমি। তাই আমরা আজ নিলুফার কায়সার এর কবরে দোয়া ও খতমে কুরআন করেছি।