উপজেলা চট্টগ্রাম

চন্দনাইশে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

মহান জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা চন্দনাইশ উপজেলার উদ্যোগে চন্দনাইশ তপোবন আশ্রমে এক গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার ( ২৫ জুন) সকাল সাড়ে দশটায় এ কর্মসূচির উদ্ভোদন করেন বিকাশ চন্দ্র দে। শ্যামল চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সুপন সিকদার সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর প্রতিনিধি রুপন দত্ত, রুপন কুমার সুশীল, সুলাল কান্তি মিত্র, রূপন কান্তি দে, মিলন শীল পলাশ দেব।
বক্তারা মহান জাতীয় সংসদে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নের জন্য মাননীয় সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানান।

Related Posts