চট্টগ্রাম

করোনা পরবর্তী জটিলতায় অন্তঃসত্ত্বা চিকিৎকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে করোনা আক্রান্ত পরবর্তী জটিলতা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নারী চিকিৎসক মারা গেছেন।

দিনার জাবিন (২৬) নামের ওই চিকিৎসক চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন বলে জানান ওই হাসপাতালের কোষাধ্যক্ষ রেজাউল করিম।

তিনি জানান, মৃত্যুকালে দিনার জাবিন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রেজাউল করিম  বলেন, ‘গত প্রায় দুই মাস আগে দিনার জাবিনের করোনা শনাক্ত হয়। পরবর্তীতে পরীক্ষায় নেগেটিভ হলেও তিনি করোনা পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এরপর থেকে দিনার জাবিন বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং আজ শুক্রবার সকাল ৮টার দিকে মৃত্যুবরণ করেন বলেও জানান তিনি।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম ইউনিটের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, ‘করোনায় দিনার জাবিনকে নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ২৪ জন এবং সারাদেশে ১৬০ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন।’

সূত্র ঃ দ্য ডেইলি স্টার

Related Posts