উপজেলা চট্টগ্রাম

আনোয়ারায় গাছ কাটাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় গাছ কাটতে বাধা দেয়ায় রতন দাশ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

আজ ২৬ জুন, শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একই এলাকার টিটু ভৌমিকের ছেলে নিলয় কিশোর ভৌমিককে (১৭) আটক করেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রতন দাশের সাথে স্থানীয় মিন্টু ভৌমিক ও টিটু ভৌমিকের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। কয়েক মাস আগে রতন দাশ তার দখলীয় জায়গা থেকে গাছ কাটলে প্রতিপক্ষ বাধা দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত গাছ কাটার নিষেধাজ্ঞা দেয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে আজ শনিবার মিন্টু ভৌমিক ও তার পরিবারের সদস্যরা গাছ কেটে নিয়ে যেতে চাইলে রতন দাশ বাধা দেন। এসময় দা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কোঁপ এবং লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় বেধড়ক মারধর করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রতনের মেয়ে পিয়াঙ্কা দাশ জানান, হামলাকারীরা বিরোধপূর্ণ একটি জায়গার গাছ কেটে নিয়ে যেতে চাইলে আমার বাবা তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু ভৌমিক ও টিটু ভৌমিকসহ তার পরিবারের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার বাবার উপর হামলা চালায়। এতে আমার বাবা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বলেন, খিলপাড়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। আমরা নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছি। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Related Posts