চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বীর প্রতীক’র ইন্তেকালঃ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডের শান্তিধারা আবাসিক এলাকার কানুনগোবাড়িস্থ সুফিয়া মঞ্জিল নিবাসী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী কমান্ডার ও নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (৭১) বীর প্রতীক গতকাল ২৫ জুন ২০২১ ইংরেজি শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে নগরীর ও.আর নিজাম রোডস্থ বেসরকারী মেট্টোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তিনি ক্যান্সার রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। আজ ২৬ জুন ২০২১ ইংরেজি শনিবার বাদে জোহর কানুনগোবাড়ি এলাকার জামে মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনামুল হাসানের নেতৃতে খুলশী থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম খোরশেদ আলম বীর প্রতীককে রাস্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন খুলশী থানা পুলিশ। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনামুল হাসান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ বীর মুক্তিযোদ্ধাগণ। পরে দামপাড়াস্থ হযরত গরীব উল্লাহ শাহ (রঃ) এর মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
জানাযায় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতীক, মহানগর সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো মোঃ আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো মোঃ মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, খুলশী থানা কমান্ডার মোঃ ইউসুফ, ডেপুটি কমান্ডার লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, ছৈয়দ আহমদ, আনোয়ার হোসেন, এমদাদ হোসেন, আবদুর রব কায়েস, মঞ্জু মিয়া, রমজান মিয়া, মোঃ মানিক, বীর মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান সজীব, জয়নুদ্দিন জয়, মোঃ মজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন খোরশেদ আলম বীর প্রতীক। নৌ কমান্ডো সুসাইড স্কোয়ার্ডের সদস্য ছিলেন তিনি।
শোক ঃ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বীর প্রতীকের মৃত্যুতে শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), খুলশী থানা কমান্ডার মোঃ ইউসুফ, ডেপুটি কমান্ডার লিয়াকত হোসেন প্রমূখ । ###

Related Posts