চট্টগ্রাম

যশোরে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বিএনপি নেতা ইকবালের পুত্রসহ ৪জন নিহত

 

সিনিউজ ডেস্ক

যশোরে ট্রাকের ধাক্কায় চার যুকক নিহত হয়েছেন। রোববার (২৭ জুন) দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার বেনাপোল সড়কের মালঞ্চী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আশঙ্কাজনক একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামে,এদের একজন হচ্ছেন চট্টগ্রাম নগর বিএনপি নেতা ইকবাল চৌধুরী বড় ছেলে আছাম চৌধুরী সাদমান,

যশোরের নাভারণ হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বেনাপোলগামী প্রাইভেটকার ও ট্রাক মালঞ্চী গ্রামে পৌঁছালে প্রাইভেটকার ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

এতে প্রাইভেটকারের চার আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক।

 

Related Posts