সিনিউজ ডেস্ক
যশোরে ট্রাকের ধাক্কায় চার যুকক নিহত হয়েছেন। রোববার (২৭ জুন) দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার বেনাপোল সড়কের মালঞ্চী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আশঙ্কাজনক একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামে,এদের একজন হচ্ছেন চট্টগ্রাম নগর বিএনপি নেতা ইকবাল চৌধুরী বড় ছেলে আছাম চৌধুরী সাদমান,
যশোরের নাভারণ হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বেনাপোলগামী প্রাইভেটকার ও ট্রাক মালঞ্চী গ্রামে পৌঁছালে প্রাইভেটকার ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
এতে প্রাইভেটকারের চার আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক।