চট্টগ্রাম

গাড়ির আয়কর বৃদ্ধির প্রতিবাদে জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত

 

গাড়ির অগ্রিম আয়কর বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রæপের এক জরুরী আলোচনা সভা সংগঠনের মুরাদপুরস্থ কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউছুপ সরওয়ারের সভাপতিত্বে ও কে এম মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পণ্য পরিবহন ডিভিশনের সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব মোঃ এমদাদুল হক। সভায় গাড়ির অগ্রিম আয়কর বৃদ্ধির প্রতিবাদ ও তা অবিলম্বে বাতিল করে পুনঃ নির্ধারণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ আবদুস সালাম, অর্থ সম্পাদক মোঃ হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, দফতর সম্পাদক হাজি মোঃ আবু তাহের, কার্যকরী সদস্য মোঃ শাজাহান ও মোঃ জাহেদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পণ্য পরিবহন ডিভিশনের সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নান মান্নান বলেন, পরিবহন শিল্প দেশের উন্নয়নের চাবিকাঠি ও অর্থনৈতিক উন্নয়নের একমাত্র যোগানদাতা। গুরুত্বপূর্ণ এ সেক্টরকে ভুর্তকি দিয়ে হলেও টিকিয়ে রাখা সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমানে গাড়ির অগ্রিম আয়কর বৃদ্ধি করে দুই বৎসর যাবত করোনা মহামারির করাল গ্রাসে বিপর্যস্ত গাড়ির মালিকদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে টেলে দেয়া হচ্ছে। তাই দেশের অর্থনীতির চাকা সচলকারী এ সেক্টরকে টিকিয়ে রাখতে অবিলম্বে বর্ধিত অগ্রিম আয়কর প্রত্যাহারসহ সহনীয় পর্যায়ে পুনঃ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। ##

Related Posts