রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের মতো চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন হাট-বাজার ও প্রধান প্রধান সড়কে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ টহল শুরু হয়েছে। বৃহস্পতিবার(১ জুলাই) সাতদিনের সরকারি কঠোর ‘লকডাউন’ এর প্রথম দিন সকাল ১০ টায় উপজেলার চাতরী চৌমহনী বাজার, কাপকো সেন্টার, বন্দর মহালকান বাজার, কবিরের দোকান, রার্ডার অফিস ও বটতলী রুস্তম হাট, জয়কালী হাট, মালঘর বাজারসহ বিভিন্ন এলাকায় এ টহল অভিযান পরিচালনা করা হয়। টহল অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার ও সেনা বাহিনীর কর্মকর্তা ক্যাপটেন শোয়াইব।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা ঘুরে দেখা যায়, কিছু মালবাহী গাড়ী চলাচল করলেও গণপরিবহন কোথাও চোখে পড়েনি। তবে কিছু ব্যাটারী চালিত রিকশা, টমটম ও কিছু সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। মুদির দোকান ও কয়েকটি খাবারের দোকান খোলা থাকলেও হোটেল রেস্টুরেন্ট গুলো বন্ধ ছিল। মানুষের চলাচলও অন্যান্য সময়ের চেয়ে অনেকটা কম লক্ষ্য করা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ও সহকারী কমিশনার ভূমি তানভির হাসান চৌধুরী সাংবাদিকদের জানান, সরকার করোনা ভাইরাস রোধে মানুষের চলাচলে ‘বিধি-নিষেধ’ আরোপ করে ২১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া ‘বিধিনিষেধের’ সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না। বিনা কারণে বাড়ির বাইরে গেলেই গ্রেফতার করা হবে। তিনি আরো জানান, অভিযান চলাকালে জনগণকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে