উপজেলা চট্টগ্রাম

আনোয়ারায় লকডাউনের ২য় দিনে ১০ মামলায় ৪ হাজার টাকা জরিমানা

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

কঠোর লকডাউনে আনোয়ারা উপজেলায় সরকারি বিধিনিষেধ না মানায় ১০ মামলায় ৪হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর ।

এছাড়া ও লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

উপজেলার বটতলী রুস্তম হাট, বন্দর সেন্টার, বন্দর মহালকান বাজার, মালঘর বাজার কালাবিবির দিঘীর মোড়, চাতরী চৌমহনী বাজার, জয়কালী হাট সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি হোটেল সহ ১০টি মামলায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিনা কারণ বাহিরে ঘুরাফেরা করা পথচারীকে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সব বিধিনিষেধ কার্যকর করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

লকডাউনের দ্বিতীয় দিনে মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্পটে কয়েক ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে

Related Posts