উপজেলা চট্টগ্রাম

চট্টগ্রামে শ্রেষ্ঠ উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ারার হাসানুজ্জামান

 

রুপন দত্তঃ আনোয়ারা ্রতিনিধি

আনোয়ারা উপজেলার কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান চট্টগ্রাম জেলার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।জানা যায়, প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা -কর্মচারীদের কাজের মূল্যায়ন স্বরূপ পুরস্কার দেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আনোয়ারা উপজেলার কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান শ্রেষ্ঠ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।তিনি ২০১৮ সালের ২৯ জুন কৃষি কর্মকর্তা হিসেবে আনোয়ারা উপজেলায় যোগদান করেছিলেন।

Related Posts