রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলা বারশত কালী বাড়ি বাজার এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ এনাম(২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।
(১০) জুলাই সকাল ৯.০৫ মিনিটের সময় আনোয়ারা থানার রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক(এস আই) আরিফের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ পিস মাদকসহ গ্রেপ্তার করা হয় যার আনুমানিক মূল্য – দুই লক্ষ চল্লিশ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রায়পুর ইউনিয়নের গহিরা ঘাটকুল এলাকার ০৯ নং ওয়ার্ডের মৃত আবদুল শুক্কুরের ছেলে মোঃ এনাম(২৬)।
পরে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০ ক ধারায় মামলা রুজু শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়।