চট্টগ্রাম

জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন সিভিল সার্জন ফজলে রাব্বি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করছেন জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। গতকাল ১৩ জুলাই মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি পরিদর্শনে গিয়ে সেখানে আইসোলেশনসহ ভর্তি থাকা করোনা রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক-নার্সগণ এসময় উপস্থিত ছিলেন। এর পর করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঐদিন রাত ১০টায় করোনা রোগীদের জন্য জেনারেল হাসপাতালের দ্বিতীয় ইউনিট নগরীর জাকির হোসেন রোডস্থ হলিক্রিসেন্ট হাসপাতালের সার্বিক প্রস্তুতি ঘুওে দেখেন ডা. ফজলে রাব্বি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পায় সে দিকে খেয়াল রাখতে হবে। চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করলে করোনা রোগীরা দ্রæত সুস্থ হয়ে উঠবে। #####

Related Posts