চট্টগ্রাম

প্রবর্তক সংঘের  হোস্টেলে ছাত্রীর মরদেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক

নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক সংঘ (বাংলাদেশ) এর আবাসিক হোস্টেলে সোনিয়া দাশ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৬ জুলাই) ভোরে পুলিশ আবাসিক হোস্টেলের পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করে।

আত্মহননকারী সোনিয়া সাতকানিয়া উপজেলার আমিলাইষ এলাকার লালু দাশের মেয়ে।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, এসএসসি পরীক্ষার্থী সোনিয়া নিজ কক্ষের ফ্যানের জন্য লোহার আংটার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রবর্তক সংঘে মোবাইল ফোন ব্যবহার নিষেধ। গত এপ্রিল মাসে সোনিয়ার কাছ থেকে প্রবর্তক কর্তৃপক্ষ ফোনটি নিয়ে নেয়। এই নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল। এর প্রেক্ষিতে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

Related Posts