রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি নিয়েই একাধিক শর্ত স্বাপেক্ষে বসছে কোরবানির পশুর হাট। দুদিন করে মোট ছয়দিন একটি স্থায়ী ও দু’টি অস্থায়ী হাটে চলবে কুরবানির পশু ক্রয়-বিক্রয়।
পশুর হাট তিনটি হচ্ছে- স্থায়ী তৈলারদ্বীপ সরকার হাট, অস্থায়ী চাতরী চৌমুহনী বাজার ও বটতলী রুস্তমহাট । এর মধ্যে সরকার হাট ও রুস্তম হাট শুক্রবার ও সোমবার এবং চাতরী চৌমুহনী বাজারে পশু বিক্রি হবে শনিবার ও মঙ্গলবার।
এসবের বাইরেও সরকারি বিধিনিষেধ মেনে অন্য কোথাও অস্থায়ীভাবে অল্প সংখ্যক পশু বেচাকেনা হলেও তাতে প্রশাসন বাধা দেবে না বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
ইতিমধ্যে সরকার হাটে দূর দূরান্ত উপজেলা থেকে কুরবানির পশু আসতে শুরু করেছে। এই হাটে ২১ জুলাই পর্যন্ত কুরবানির পশু বেচাকেনা চলবে।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী,গত ১৩ জুলাই মঙ্গলবার থেকে আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে পশু বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও ওই দিন বিক্রির জন্য তেমন পশু আনতে দেখা যায়নি।
প্রশাসনের দেওয়া শর্ত অনুযায়ী প্রধান সড়ক থেকে কমপক্ষে ১০০ গজ দূরে সুবিধাজনক স্থানে হাট বসাতে হবে। হাটের বাইরে এবং রাস্তায় কোনও পশু রাখা বা খুঁটি স্থাপন করা যাবে না। হাটে প্রবেশ ও বের হওয়ার পথে হ্যান্ড স্যানিটাইজার, সাবান পানির ব্যবস্থা রাখতে হবে। হাটে একদিকে প্রবেশ এবং অন্যদিকে বের হওয়ার ব্যবস্থা রাখতে হবে। যাতে জটলা সৃষ্টি না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
এছাড়াও বৃদ্ধ ও শিশুদের পশুর হাটে আনতে নিরুৎসাহিত করতে হবে। অনলাইনে পশু ক্রয় বিক্রয়কে উৎসাহ প্রদান এবং হাটে ইজারাদাররা নিজস্ব পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। হাটে পশুর সুস্থতা যাচাইয়ে ভেটেরিনারি চিকিৎসকের অবস্থান নিশ্চিত করা হবে। বাজার এলাকা ইজারাদার নিজ দায়িত্বে পরিষ্কার রাখার শর্তারোপ করা হয়েছে।
এই বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, সরকারি বিধি মোতাবেক যে তিনটি হাটকে উপজেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত দিয়েছে । ওই হাট গুলোতে প্রাণিসম্পদ দপ্তর টিম ভাগ করে বুথ বসানো হবে । এছাড়াও সারা উপজেলায় ভেটেরিনারি চিকিৎসকের ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট চালু থাকবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন, উপজেলায় তিনটি অনুমোদিত পশুর হাট রয়েছে। সেগুলো সপ্তাহে দুইদিন বসবে। এছাড়াও বিধিনিষেধ মেনে অল্প অল্প করে পশু বেচাকেনা হলে কোন বাধা দেওয়া হবে না।