উপজেলা চট্টগ্রাম

উদালিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও  সংবর্ধনা অনুষ্ঠিত

 

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও প্রবাসী পরিষদের নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা গত ২২ জুলাই বৃহস্পতিবার সন্ধ্য ৭টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ মহামারীর কারণে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান উদযাপন সম্ভব না হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী পরিষদের নেতৃবৃন্দদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউছুপের সভাপতিত্বে ও শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মাষ্টার মোহাম্মদ সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী কালু, প্রবাসী পরিষদের পক্ষে মোঃ ইমরান, সাহেদ বাদশা, মোঃ ইউনুস প্রমুখ।
আলোচনা সভায় উদালিয়া প্রবাসী পরিষদ সদস্যরা সংগঠনের বিগত ৬ মাসের সকল কর্মকান্ডের হিসাব উপস্থান করেন। প্রবাসী পরিষদ সদস্যরা তাদের বক্তব্যে বলেন, প্রতি মাসিক অনুদান ঠিক রেখে পরিষদের পক্ষ থেকে স্কুলের অবকাঠামো উন্নয়নের জন্য আরও অনুদান দিতে আগ্রহী। অনুষ্ঠানে উপস্থিত দু’জন প্রবাসী ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
সভায় বক্তরা উদালিয়া প্রবাসী পরিষদের পক্ষ থেকে স্কুলের অবকাঠামো উন্নয়নের জন্য প্রতি মাসে যে অনুদান দেয়া হয় সেগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং ওআগামী দিনে মাসিক অনুদান ঠিক রেখে স্কুলের সার্বিক উন্নয়নের আরও অতিরিক্ত অনুদান প্রদানের অনুরোধ জানান।
বক্তারা বলেন, এই করোনাকালীন সময়ে প্রবাসী পরিষদ সহযোগিতা না করলে স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যেতো। প্রবাসীরা তাদেও অনেক কষ্টে অর্জিত টাকায় সাংসার চালানোর পাশাপাশি রাষ্ট্রকে রেমিটেন্স দেয়ার পাশাপাশি স্কুল-মাদরাসা-মসজিদের উন্নয়ন ও সামাজিক অনুষ্ঠানে সহায়তা করে যাচ্ছে। প্রবাসী পরিষদের সকল মানবিক কাজে সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সভা শেষে প্রবাসীদের অর্থনৈতিক উন্নয়ন ও সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।###

Related Posts