রুপন দত্ত – আনোয়ারা
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অসুস্থ এক রোগীর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল ২৭ ই জুলাই রাত ১২ টায় অক্সিজেন নিয়ে হাজির হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের নেতৃত্বে পরিচালিত শেখ রাসেল অক্সিজেন সাপোর্ট টিমের সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম এবং ক্রীড়া বিষয়ক উপ সম্পাদক মোহসেন আলম তুর্জ এ সেবায় অংশ নিয়ে অক্সিজেন সেবা দেন।
অসুস্থ রিজিয়া বেগমের ছেলে মোঃ মোর্শেদ বলেন, গতকাল রাত ১২ টার দিকে আমার মায়ের শ্বাসকষ্ট বেড়ে গেলে জরুরি অক্সিজেনের প্রয়োজন হলে আমি শেখ রাসেল অক্সিজেন সাপোর্ট টিমের সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ ভাইকে কল করি। বাইরে প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমার অসুস্থ মায়ের পাশে হাজির। ফলে আমি এখন দুঃশ্চিন্তামুক্ত।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম বলেন, আমাদের অক্সিজেন সেবা চালু আছে। যেকোনো সময়ে আমরা এ সেবা দিতে প্রস্তুত।