-
রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
সংবাদপত্র বিক্রয়কর্মীদের (হকার)পাশে দাঁড়িয়েছেন আনোয়ারা উপজেলা প্রশাসন। বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ জোবায়ের আহমদ।
সংবাদপত্র বিক্রয়কর্মীদেরকে চাল, ডাল, পেয়াজ, আলু, তেল, লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ বলেন,করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে সংবাদপত্র বিক্রয় প্রতিনিধিরা ( হকার) আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় মানবিক বিবেচনায় তাদেরকেও উপজেলা প্রশাসন থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। এই দূর্যোগের সময় এরাই আমাদের কাছে সকল সংবাদ পৌঁছে দিয়ে যাচ্ছে। তারা এই করোনা মহামারিতেও ঘরে বসে থাকতে পারেনা। তাই মানবিক বিবেচনায় আমরা এদের পাশে এসে দাড়িয়েছি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম।