চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা খালেদুল বেলালের দাফন সম্পন্ন

 

নগরীর হালিশহর থানাধীন আই-বøকের প্রশান্তি আবাসিক এলাকার ১ নং লেইনের ১ নং বাড়ি নিবাসী আবসরপ্রাপ্ত মেরিন ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা খালেদুল বেলাল (৬৯) গতকাল ৩১ জুলাই ২০২১ ইংরেজি শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে হারিশহরস্থ বি-বøকের আল মানাহিল নার্চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি স্ট্রোকজনিত রোগে ভূগছিলেন। গতকাল ৩১ জুলাই ২০২১ ইংরেজি শনিবার রাত ১১টায় এলাকার আই-বøক জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি-আগ্রাবাদ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হকের নেতৃতে হালিশহর থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম খালেদুল বেলালকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন হালিশহর থানা পুলিশ। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হালিশহর থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. ময়নুল হোসেনসহ সংসদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। পরে হালিশহর বি-বøকের বিহারী কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাযায় মুক্তিযোদ্ধা সংসদ হালিশহর থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. ময়নুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুছ শহীদ, বীর মুক্তিযোদ্ধা ওবায়েদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মরহুম খালেদুল বেলাল। তিনি সন্ধীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের আমানিগো বাড়ীর স্থায়ী বাসিন্দা।
শোক ঃ বীর মুক্তিযোদ্ধা খালেদুল বেলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, হালিশহর থানা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. এয়নুল হোসেনসহ প্রমূখ নেতৃবৃন্দ। ###

Related Posts