সনজিত কুমার শীল
সারা বিশ্বের মাঝে চলেছে করোনার আহাজারি। চারদিকে মৃত্যুর মিছিল মিছিল। অনেক প্রবাসী দেশে গিয়ে আটকে আছেন অনেকদিন ধরে। গত ১২ ই মে ২০২১ থেকে আমিরাতের সাথে বেশ কয়েকটি দেশের বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ছুটিতে গিয়ে দেশে আটকা পড়েছেন অনেক প্রবাসী। অনেকেই অপেক্ষায় আছেন কখন সেই নিজ কর্মস্থল প্রবাসে ফিরে আসবেন। এই দুঃসময়ে আমিরাত সরকার যারা এদেশে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত বিজনেসম্যান, পার্টনার এবং ইনভেস্টর তাদের জন্য আইসিএ অ্যাপ্রভাল এর মাধ্যমে বাংলাদেশ থেকে আসার জন্য সুযোগ দিয়েছেন। এর মধ্যে বিশেষ ফ্লাইটে কিছু ব্যবসায়ী দেশ থেকে আমিরাতে আসার জন্য টিকেটও করেছেন। অনেকেই চট্টগ্রাম-সিলেট অন্যান্য জায়গা থেকে অভ্যন্তরীণ ফ্লাইট নিয়ে ঢাকা এয়ারপোর্ট আসেন। ঢাকায় যখন যাত্রীরা বোর্ডিং কার্ড নেয় তখন কিছু কাস্টমস কর্মকর্তা তাদের উপর বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে থাকেন। গতকাল ১ লা আগস্ট ২০২১ ইং ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজন যাত্রী নিয়ে আমিরাতের উদ্দেশ্যে এয়ার আরবিয়া একটি ফ্লাইট পাড়ি জমান। যাত্রীদের সাথে ঢাকা এয়ারপোর্টের কাস্টমস কর্মকর্তারা চ্যালেঞ্জ ছুড়ে দেন। যাত্রীরাও চ্যালেঞ্জ করেন। কয়েকজন কাস্টমস কর্মকর্তা তাদেরকে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসেন এবং মালামাল গুলো স্ক্যান করেন। মালামাল গুলো স্ক্যান করে তাদের কাছে কোন অবৈধ জিনিস পাওয়া যায়নি। তাদের লাগেজ সব গুলো কেটে জিনিসপত্রগুলো ক্ষতি করে ফেলেছেন। যাত্রীরা অভিযোগ করেন তাদের মালামাল এয়ারপোর্ট থেকে অনেকগুলো পাওয়া যায় নাই। যাত্রীদের অভিযোগ এই দুর্যোগ সময়ে চড়া দামে টিকেট নিয়ে আমরা অনেক কষ্ট করে এই প্রবাসে পাড়ি জমাচ্ছি। দুঃখের বিষয় এখনো পর্যন্ত বাংলাদেশের এয়ারপোর্ট গুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধ হয়নি। প্রবাসীরা বলেন অনেকদিন আগে থেকে কিছু অসাধু এয়ারপোর্টের কাস্টমস কর্মকর্তা সরকারের মান সম্মান ক্ষুন্ন করার জন্য লেগেই আছেন। আমরা এর দুর্নীতি কখন বন্ধ হবে জানিনা সরকারের কাছেই আমরা জোর দাবি জানায় যাতে আর প্রবাসীদের হেনস্থা করা না হয়।