রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামে সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও অপরদিকে প্রবল জোয়ারের পানির ফলে সৃষ্টি জলাবদ্ধতায় ডুবে আছে আনোয়ারা উপজেলার অধিকাংশ এলাকার আমনের বীজতলা।
তিনদিন ধরে হাটু পরিমাণ পানির নীচে ডুবে থাকায় বীজতলা গুলো নষ্ট হওয়ার আশংকা করছে কৃষক। টানা বৃষ্টি হওয়ায় ইতিমধ্যে আমনের বীজ নিয়ে সংকট হওয়ায় কৃষকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে এবছর ৭হাজার ৯শ ৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষে ৫৩০ হেক্টর জমিতে আমনের বীজ রোপন করা হয়েছে।
নিম্ন চাপের প্রভাবে সপ্তাহব্যাপী অতিবর্ষণের কারণে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় উপজেলার প্রাায় ২শত হেক্টর বীজতলা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। তবে কৃষকদের মতে প্রায় ৩ শ হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি যদি আরো দীর্ঘস্থায়ী হয় পুরো বীজতলা নষ্ট হওয়ার আশংকা রয়েছে।
টানা বৃষ্টির কারণে যেসব এলাকা বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে তা হলো, উপজেলার হাইলধর, বারখাইন, আনোয়ারা, রায়পুর এবং জুইদন্ডী জুঁইদণ্ডী ইউনিয়নের আমনের বীজতলা। আজ কালের মধ্যে বৃষ্টি না থামলে বীজতলা ঠিকে থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে।
উপজেলার হাইলধর গ্রামের জিহান নামে এক কৃষক জানান, সপ্তাহ কানেক আগে আমনের জন্য বীজ রোপন করে আসছি। পরদিন গিয়ে দেখি সম্পূর্ণ বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। যে ২ কাঠি ধানের বীজ করেছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছ। এখন আমন আবাদ করতে তাকে আবার বীজ ক্রয় করতে হবে।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, আমনের উচ্চ ফলনশীল ২০ থেকে ২৫ জাতের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। আমনের বীজ ১৫ দিন পানির নিচে থাকলেও নষ্ট হওয়ার সম্ভাবনা কম। তবুও টানা বৃষ্টি পড়তেছে যার কারণে বীজতলা থেকে পানি নামা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।