চট্টগ্রাম মহানগরে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদেও করোনা ভাইরাস (কোভিড-১৯) নমুনা সংগ্রহের জন্য ‘মুক্তিযোদ্ধা সংসদ-ইকো’ ভ্রাম্যমান বুথে নমুনা সংগ্রহ চলমান রয়েছে। আজ ৪ আগস্ট ২০২১ ইংরেজি বুধবার বেলা ১২ টায় নগরীর মাঝিরঘাটস্থ রাবিয়া ওয়ার্কশপের সামনে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায় কয়েকজন অসুস্থ মানুষের নমুনা সংগ্রহ করা হয়।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবনের মায়া ত্যাগ করে বীর মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা প্রতিষ্ঠিত করেছিল। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এসময় বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় দেশে আজ করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের পথে। বীর মুক্তিযোদ্ধাদের সকলের বয়স ষাটোর্ধ। এ ভ্রাম্যমান বুথ স্থাপনের ফলে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের করোনার নমুনা সহজে বাসা থেকে সংগ্রহ করা যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে আজীবন পাশে আছি। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ শিগগিরই করোনা মহামারী থেকে মুক্তি পাবে।
এ কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুব আলম ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান কমান্ডার মোজাফফর আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইকো’র সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, সদস্য আবু শাঈদ মাহমুদ রণী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান, মাকসুদুল আলম প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তাান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির পরিচালনায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইকো’র সার্বিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা ‘মুক্তিযোদ্ধা সংসদ-ইকো’ ভ্রাম্যমান এ বুথে করোনা টেষ্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। করোনা পরীক্ষা এবং নমুনা সংগ্রহ সংক্রান্ত বিষয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি’র (০১৮১৫৮০৪০৬৭) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ###