কোভিড-১৯ পরিস্থিতিতে দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ইউনিসেফ’র অর্থায়নে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ ডোমবার সকাল সাড়ে ১১টায় এসব সামগ্রী গ্রহণ করেন জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। কম্পিটার সামগ্রীর মধ্যে রয়েছে-মনিটর, সিপিইউ, ইউপিএস, কী-বোর্ড, মাউস, উন্নত মানের লেজার প্রিন্টার, পেন ড্রাইভ, মাল্টিপ্লাগ, কাসপারেস্কি এন্টিভাইরাসসহ অন্যান্য সরঞ্জামাদি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আসিফ খান, ইউনিসেফ’র প্রতিনিধি ডা.ফাহমিদা বানু, সিভিল সার্জন কার্যালয়ের এমও সিএস ডা.ওয়াজেদ চৌধুরী অভি, এমও ডিসি ডা. মোহাম¥দ নুরুল হায়দার, এমও কোর্ডিনেশন ডা. রুমি দাশ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, প্রধান সহকারী এসএম সাহিদুল ইসলাম, পিএটু সিভিল সার্জন মফিজুল আলম, হিসাব রক্ষক নুরুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তাপস কুমার রায় চৌধুরী, পরিসংখ্যানবিদ গীতাউশ্রী দাশ, প্রোগ্রাম অর্গানাইজার গাজী মো ঃ নুর হোসেন, হেলথ এডুকেটর কাজী মাসুদ, স্বাস্থ্য পরিদর্শক একরামুল হক চৌধুরী প্রমূখ।
কোভিড-১৯ মোকাবিলায় দাপ্তরিক কাজ আরও সহজতর করতে কম্পিউটার সামগ্রী দিয়ে সহযোগিতা করায় জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি ইউনিসেফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ###