এস.এম.মাঈন উদ্দীন রুবেল
প্রিয় দেশবাসী ২৫ বছর উর্ধ্বে সবাই টিকার আওতায় আসুন নিজে সুস্থ থাকুন, পরিবার ও আশে-পাশের লোকজনকে সুস্থ রাখুন,সতর্ক থাকুন ও সতর্ক করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। টিকা নেয়ার ক্ষেত্রে কেউ অবহেলা করবেন না। সবাই টিকার জন্য রেজিষ্ট্রেশন করুন ধাপে ধাপে সবাই টিকা নিতে পারবেন।
চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
গত সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। এরমধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে।
এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে। এ ছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা চলতি মাসে পাওয়া যাবে বলে জানান তিনি।
সরকার সবাইকে টিকার আওতায় আনার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই সবাই টিকার জন্য রেজিষ্ট্রেশন করুন। সরকারকে নজরদারি করতে হবে যাতে সাধারণ জনগন ঠিকা নিতে গিয়ে হয়রানির শিকার না হয় ও টিকা নিয়ে কেউ বানিজ্য ও স্বজনপ্রীতি করতে না পারে সবাই যাতে ঠিক সময়ে টিকা নিতে পারে কেউ যাতে বাদ না পরে।
বর্তমানে সরকার দীর্ঘদিন লকডাউন দেওয়ার পর ১১ই আগস্ট থেকে জনগনের অভাব অনটন লাগব ও দেশের অর্থনীতিকে সচল রাখতে সবকিছু আবারো স্বাভাবিক করে দিয়েছে। তাই সবার উচিত সবাই করোনা টিকা নিয়ে সংক্রমণ ঝুঁকি থেকে নিজেকে অধিকতর নিরাপদ রাখা। মনে রাখবেন যারা টিকা নিয়েছেন তারা নিজেরা মনে করবেন না যে আমি ভেকসিন নিয়েছি আমি এখন নিরাপদ আমার করোনা হওয়ার আর সম্ভাবনা নেই তা মনে করলে ভূল করবেন। আপনারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি স্বাস্থবিধি মেনে না চলেন ও সতর্কতা অবলম্বন না করেন। আমরা নিজ অবস্থান থেকে সতর্ক না থাকলে সরকার লকডাউনের পর লকডাউন দিলে আমরাই ক্ষতিগ্রস্থ হব। পরিবহনে অর্ধেক আসন খালি রেখে যাত্রী নিয়ে চলাচল করলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে থাকবে নতুবা আবারো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সেদিকে সরকারের দৃষ্টি রাখা দরকার।