বৈশ্বিক করোনা মহামারীর কারণে অসহায়-দরিদ্র মানুষের মাঝে যৌথভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেট্টোপলিটন, লিও ক্লাব অব চট্টগ্রাম মেট্টোপলিটন ও এসএসসি ৮৫ চট্টগ্রাম পরিচালিত ক্লাব ৮৫ হেলথ কেয়ার। আজ ২১ আগস্ট শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের এক্সেস রোডের বেপারী পাড়াস্থ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫০জন দরিদ্র মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেট্টোপলিটনের গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ। ক্লাব ৮৫ হেলথ কেয়ারের আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাব ৮৫ হেলথ কেয়ারের অন্যতম প্রিয় বন্ধু ও ফৌজদারহাট বিআইটিআইডি’র ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোঃ মামুনুর রশীদ। লায়ন্স-লিও ক্লাবের কর্মকর্তা, সদস্য ও এসএসসি ৮৫ ব্যাচের বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা সকল আয়োজকদের ভূয়সী প্রশংসা করে গরীব, দুস্থ অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের ধর্ণাঢ্য ব্যক্তি ও সংগঠনের প্রতি উদাত্ত আহবান জানান। উল্লেখ্য যে, করোনাকালীন মহাসংকটে বেপারী পাড়া এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেট্টোপলিটন, লিও ক্লাব অব চট্টগ্রাম মেট্টোপলিটন ও এসএসসি ৮৫ চট্টগ্রাম পরিচালিত ক্লাব ৮৫ হেলথ কেয়ারএটাই প্রথম যৌথ প্রয়াস। ###