অপরাধ চট্টগ্রাম

সাংবাদিক মাসুদুল হককে হুমকি,সিইউজে-প্রেস ক্লাবের প্রতিবাদ ও নিন্দা

 

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগে ভুঁইফোড় সংগঠন’ ও ‘নিবন্ধনহীন আইপি টিভি ও অনলাইন টিভি’ নিয়ে সংবাদ পরিবেশন করায় ডিবিসি নিউজের চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ মাসুদুল হককে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ নিয়ে নিরাপত্তার শঙ্কায় শনিবার (২১ আগস্ট) কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

সাংবাদিক মাসুদুল হক বলেন, আওয়ামী লীগের ভুঁইফোড় সংগঠন ও নিবন্ধনহীন আইপি টিভি নিয়ে সংবাদ পরিবেশনের পর থেকে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি প্রদান করা হচ্ছে। এছাড়া নিবন্ধনহীন একটি আইপি টিভি প্রতিষ্ঠান থেকে উকিল নোটিশও পাঠানো হয়েছে।

এমনকি আমাকে হেও প্রতিপন্ন করতে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে শনিবার কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছি।

এদিকে,  সাংবাদিককে হুমকির ঘটানায় তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ববোধ থেকে বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি নিয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে থাকেন।

পরিবেশিত সংবাদের বিষয়ে কারো ভিন্নমত কিংবা আপত্তি থাকলে যথাযথ প্রক্রিয়ায় তার প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে। কিন্তু তার পরিবর্তে সাংবাদিককে হুমকি-ধমকি কিংবা নানাভাবে হয়রানির চেষ্টা পক্ষান্তরে গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক মাসুদুল হককে হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়া সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে সাংবাদিকতা পেশায় যারা বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা করছে তাদের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দফতর ও প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ দাবি করেন নেতৃবৃন্দ।

 

Related Posts