পুলিশী হেফাজতে ট্রাক চালক লিটন হত্যা, বর্ধিত আয়কর প্রত্যাহার, সিটি কর্পোরেশন,পৌরসভা ও পুলিশী চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরী, প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে আজ ২৫ আগস্ট ২০২১ ইংরেজি বুধবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আবদুল মান্নান। তিনি বলেন, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে দাবী মেনে না নিলে পণ্য পরিবহন শ্রমিকেরা ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক রুস্তম আলী খান, সদস্য সচিব তাজুল ইসলাম তাজু, যুগ্ম আহবায়ক হাজী তফজ্জল হোসেন মজুমদার, কে.এম মহিউদ্দিনসহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।
সংগঠনের আহবায়ক রস্তম আলী খান ১০ দফা দাবির গুরুত্ব তুলে ধরে অবিলম্বে এ দাবি গুলো মেনে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। অন্যথায় পণ্য পরিবহনের সকল স্তরের মালিক-শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।##