আন্তর্জাতিক ওপার বাংলা

কলকাতায় হোটেলে বাংলাদেশি তরুণীর মরদেহ উদ্ধার

সিনিউজ ডেস্ক

 হোটেলেই বাংলাদেশি তরুণীর রহস্যমৃত্যু। খুন নাকি আত্মহত্যা করেছেন তরুণী, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

জানা গিয়েছে, ওই তরুণীর নাম তনবীর। তিনি দিনকয়েক আগে মেডিক্যাল ভিসায় বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন। পার্ক সার্কাসে (Park Circus) একটি হোটেলেই থাকছিলেন। প্রায় প্রতিদিনই সকালেই ঘুম থেকে উঠে হোটেল থেকে বেরিয়ে যেতেন ।

তবে বৃহস্পতিবার ঘটে ঠিক বিপরীত ঘটনা। এদিন বেলা বাড়লেও তাঁর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। তাই হোটেল কর্মীরা ডাকাডাকি শুরু করেন। তা সত্ত্বেও কোনও খোঁজ পাওয়া যায়নি ওই তরুণীর।

এরপরই পুলিশে খবর দেওয়া হয়। বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভেঙে হোটেলের ওই ঘরে ঢোকেন পুলিশকর্মীরা। ভিতরে ঢুকে অবাক হয়ে যান তাঁরা। দেখেন ঘরের ভিতরে পড়ে রয়েছে তরুণীর দেহ। এরপর পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কী কারণে বাংলাদেশি ওই তরুণীর মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Posts