আন্তর্জাতিক ওপার বাংলা

বাংলাদেশগামি বিমানে মাঝপথে পাইলটের হার্টএটাক,ভারতে জরুরি অবতরণ

 

সিনিউজ ডেস্ক

মাস্কট থেকে ঢাকা অভিমুখে রওনা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০২২ ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন নওশাদ মাঝ আকাশে হার্ট অ্যাটাক করেছেন। এ পরিস্থিতিতে ফ্লাইটটি ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তৌহিদ ‍উল আহসান বলেন, পাইলট বিমানেই হার্ট অ্যাটাক করেন। এরপর বিমানটি নিরাপদে নাগপুর বিমানবন্দরে অবতরণ করেছে। বর্তমানে পাইলট স্থানীয় একটি হাসপাতালে রয়েছেন। বিমানে যেসব যাত্রী ছিলেন তাদের বাংলাদেশে ফেরত আনতে অন্য পাইলট এবং ক্রু পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

মাস্কট থেকে ঢাকার পথে রওনা হওয়া বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে ১২২ জন যাত্রী ছিলেন। বিমান জানিয়েছে, পাইলট অসুস্থ হয়ে পড়ায় ফ্লাইটটি জরুরি অবতরণ করলেও অন্য কোনো সমস্যা হয়নি। যাত্রীরাও সবাই ভালো আছেন।

এদিকে, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল বলেন, পাইলট অসুস্থ বোধ করায় বিমানটি দ্রুত নাগপুর বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। কারও কোনো সমস্যা হয়নি।

যাত্রীদের দেশে ফেরত আনতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বিমানের সিইও বলেন, ঢাকা থেকে দুবাইগামী একটি ফ্লাইটে অতিরিক্ত পাইলট ও ক্রু ভারতের নাগপুরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

 

Related Posts